ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা থেকে মুক্তি পেল পাঁচ হিন্দু কট্টরপন্থী

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ , ০৯:০২ পিএম


মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা থেকে মুক্তি পেল পাঁচ হিন্দু কট্টরপন্থী

ভারতের হায়দরাবাদ শহরের ঐতিহাসিক মক্কা মসজিদ।  এই মসজিদে ২০০৭ সালের এক বিস্ফোরণে নিহত হয়েছিলেন ৯ জন। এছাড়া আহত হয়েছিলেন ৫৮ জন। ১৬ এপ্রিল রোববার ওই বিস্ফোরণের মামলায় অভিযুক্ত পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। খবর বিবিসি।

বিজ্ঞাপন

মুক্তি পাওয়া ওই পাঁচজন ছিলেন 'অভিনব ভারত' নামে একটি কট্টরপন্থী হিন্দু সংগঠনের সদস্য। 

রোববারের রায়ের পর বিজেপি জানায়, হিন্দু সন্ত্রাসবাদের যে তত্ত্ব কংগ্রেস আমলে শুরু করা হয়েছিল তা এখন মুখ থুবড়ে পড়লো। 

বিজ্ঞাপন

এদিকে সরকার বিরোধীদের অভিযোগ, মোদি সরকারের আমলে এই মামলায় নিরপেক্ষ তদন্ত হয়নি। বিস্ফোরণে হতাহতরা সঠিক বিচারও পাননি।

--------------------------------------------------------
আরও পড়ুন : শ্রীলংকায় নববর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯
--------------------------------------------------------

বিজেপি রায় ঘোষণার পরপরই দিল্লিতে বিশেষ সংবাদ সম্মেলন করে দাবি করেছে, আজকের রায় কংগ্রেসের ষড়যন্ত্রের এক কড়া জবাব।

বিজ্ঞাপন

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, কংগ্রেসের জয়পুর অধিবেশনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধে হিন্দু সন্ত্রাসের কথা প্রথমবার উচ্চারণ করে হাজার কোটি বছরের হিন্দু সভ্যতাকে প্রথম অপমান করেছিলেন। সেদিন মঞ্চে উপবিষ্ট প্রধানমন্ত্রী মনমোহন সিং কিংবা সোনিয়া-রাহুল গান্ধীরা কেউ তার প্রতিবাদ করেননি। ধর্মীয় তোষণের রাজনীতি করার জন্য তারা সেদিন যে দেশকে বদনাম করতেও পিছপা হননি, আজ সেই ষড়যন্ত্রই ফাঁস হয়ে গেল।

উল্লেখ্য, হায়দরাবাদ শহরের এই মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ১৬১৬-১৭ সালে। সেটি ছিল সুলতান মুহাম্মদ কুতুবের রাজত্বকাল। কুতুব শাহী সুলতানেরা ১৫১৮ সাল থেকে ১৬৮৭ সাল পর্যন্ত দাক্ষিণাত্যের গোলকোন্ডা রাজ্য শাসন করেছেন।

আরও পড়ুন :

এপি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |