ডিআইজি মিজানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অনুসন্ধানের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে জমা দেয়া হয়েছে। গেল ১২ জুন ডিআইজি মিজানের সম্পদ অনুসন্ধানে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে দুদক পরিচালক মঞ্জুর মোরশেদকে।
বিজ্ঞাপন
ঘুষগ্রহণ ও তথ্য পাচারের অভিযোগে আগের অনুসন্ধান কর্মকর্তা দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করার পর এই নিয়োগ দেয়া হয়।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আজ রোববার অফিস ত্যাগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রিপোর্ট জমা হয়েছে, এখন তা যাচাই-বাছাই করা হবে।
বিজ্ঞাপন
অপরদিকে বিতর্কিত ডিআইজি মিজানের ঢাকার সকল সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত।
পি