ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ন্যাশনাল গার্ডকে ওয়াশিংটন ডিসি ছাড়তে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৮ জুন ২০২০ , ১০:৫৯ এএম


loading/img
নিউইয়র্ক টাইমস থেকে নেয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক টুইটে বলেছেন, তিনি ন্যাশনাল গার্ডের সদস্যদের ওয়াশিংটন ডিসি ছাড়ার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ভাঙচুর, লুটপাট ও পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষের পর রাজধানীতে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। খবর ইউএসএ টুডের।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, এখন যেহেতু সবকিছু ঠিকঠাক মতো নিয়ন্ত্রণে আছে, তাই আমাদের ন্যাশনাল গার্ডদের আমি ওয়াশিংটন ডিসি ছাড়ার প্রক্রিয়া শুরু করতে বলেছি। তারা নিজ বাসায় ফিরে যাবে। কিন্তু প্রয়োজন পড়লে আবারও মাঠে নামবে। ধারণার চেয়েও কম বিক্ষোভকারী গত রাতে রাস্তায় নেমেছে!

মিনিয়াপোলিসে আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের ঘাড়ে একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাঁটু চেপে ধরার পর তার মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর প্রায় ১০ দিন ধরে যুক্তরাষ্ট্রে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আরও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি স্থানীয় কর্তৃপক্ষ বিক্ষোভ দমাতে ব্যর্থ হলে সেনাবাহিনী নামানোরও হুমকি দেন ট্রাম্প।

বিজ্ঞাপন

শনিবার অনুষ্ঠিত হওয়া বিক্ষোভটি এ যাবতকালে সবচেয়ে বড় বিক্ষোভের একটি। এদিন কিছু সমস্যা ছাড়াই অনেকটা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছে।

এর আগে শুক্রবার আর্মি সেক্রেটারি রায়ান ম্যাককার্থি বার্তা সংস্থা এপিকে বলেন, এক থেকে দুই লাখ মানুষ জড়ো হতে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্মকর্তারা।

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |