ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ , ০২:১৮ পিএম


loading/img
সংগৃহীত

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় বৃহস্পতিবার সকালে শীর্ষে উঠে আসে বাংলাদেশের রাজধানী ঢাকা। খবর ইউএনবির।

বিজ্ঞাপন

এদিন সকাল নয়টা ৩৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৪০৮। অর্থাৎ ঢাকার বাতাসের মান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

মঙ্গোলিয়ার উলানবাটর এবং মিয়ানমারের ইয়াঙ্গুন যথাক্রমে এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। এই দুই শহরের স্কোর যথাক্রমে ২৫৮ ও ২২৭।

বিজ্ঞাপন

প্রতিদিনের বাতাসের দূষণের পরিমাণ নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

এই অবস্থায় শিশু, বয়স্ক এবং অসুস্থদেরকে বাড়ির ভেতরে অবস্থান এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

একিউআই মান ৩০০ ছাড়িয়ে যাওয়া বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের বাতাস হলো গ্রহণযোগ্য।

বিজ্ঞাপন
Advertisement

এই সূচকে ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হলো বাতাসের মান অস্বাস্থ্যকর। এতে ৫০ এর নিচে স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান ভালো।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |