ইটিভি সাবেক চেয়ারম্যানের জামিন

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ , ০২:৪৫ পিএম


ইটিভি সাবেক চেয়ারম্যানের জামিন

অর্থ পাচারের মামলায় হাইর্কোট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আলী জিন্নাহ।

বিজ্ঞাপন

গেলো বছরের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, সালামের ভাই আফতাবুল আলম এবং ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। তিনজনের বিরুদ্ধে পরস্পরের যোগসাজসে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়।

আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন। ইটিভির সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

গেলো বছরের ২ মার্চ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে একুশে টেলিভিশনের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরো একটি মামলা করে দুদক। আবদুস সালাম এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন।

বিজ্ঞাপন

আর/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission