কোকো-৪ লঞ্চডুবিতে ৮১ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় লঞ্চের মাস্টার শামসুল হকসহ ৯ জনকে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার নৌ-আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে কারাদণ্ডের পাশাপাশি ৯ আসামিকে ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া কোকো-৪ লঞ্চের মালিক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ড পাওয়া আসামিরা হলেন- লঞ্চের দ্বিতীয় শ্রেণির মাস্টার শামসুল হক, তৃতীয় শ্রেণির মাস্টার শহিদুল ইসলাম ভূইয়া, দ্বিতীয় শ্রেণির ড্রাইভার মাকসুদ আহম্মেদ, সজল আরেফিন ইসলাম খান, হেলপার (সুকানি) আবুল কালাম, আব্দুল আজিজ, কেরানি টিটু, শামীম ও পরিদর্শক উজ্জল।
২০০৯ সালের ২৭ নভেম্বর ভোলার লালমোহনে কোরবানির ঈদের যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চ কোকো-৪। ওই ঘটনায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়।
এইচটি/সি