ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবার বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি ডাবলিনে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। নিজেদের মাটিতে কিউয়িদের দু’বার হোয়াইটওয়াশের রেকর্ড থাকলেও বিদেশের মাটিতে ম্যাচে কথনই তাদের হারাতে পারেনি টাইগাররা
সিরিজ বিবেচনায় এ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। কারণ শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়েছে। চার ম্যাচের টানা তিনটি জিতে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। আর তিন ম্যাচের একটি জয় অপরটি পরিত্যাক্ত হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে, রানার্সআপ বাংলাদেশ। এখন বাংলাদেশের মূল লক্ষ্য নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে রেটিং পয়েন্ট বাড়ানো।
দু’ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার নিজেদের প্রমাণ করতে পেরেছেন। কিন্তু মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও সাব্বির রহমানরা এখনো জ্বলে পারেননি ডাবলিনে। ব্যাটসম্যানদের অফ-ফর্ম ভাবাচ্ছে টাইগারদের। রান পেলেও স্লগ ওভারে কার্যকরী ব্যাটিং করতে ব্যর্থ মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন।
ভাবনায় দুশ্চিন্তার রেখে এঁকে যাচ্ছে এটিও। মোস্তাফিজুর রহমান ছাড়া বাকি বোলাররাও নিজেদের পুরোটা মেলে ধরতে পারেননি। তাই কিউইদের বিপক্ষে শুধু ম্যাচ জয় নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শতভাগ ফিরে পাওয়ার লড়াইয়ের বিষয়টিও ভেতরে ভেতরে কাজ করছে।
এ ম্যাচে জিততে পারলে, ৯৩ পয়েন্ট নিয়ে শ্রীলংকাকে টপকে র্যাংকিংয়ের ছয়ে উঠবে বাংলাদেশ। তাই সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারালেও, বাংলাদেশ চাইবে চ্যাম্পিয়নস ট্রফির আগের ম্যাচটি জিততে। আর নিউজিল্যান্ড চায় তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে।
ওয়াই/