জামিন পেলেন শিক্ষক শ্যামল কান্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ৩১ মে ২০১৭ , ০৩:২১ পিএম


জামিন পেলেন শিক্ষক শ্যামল কান্তি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে আসছে ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে শুনানি শেষে এ জামিন প্রদান করা হয়। তিনি এতদিন ঘুষের মামলায় কারাবন্দী ছিলেন। 

শ্যামল কান্তি ভক্তের পক্ষের আইনজীবী শাখাওয়াৎ হোসেন জানান, আজ (বুধবার) মামলাটির শুনানির দিন ঠিক ছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত দিয়েছেন। 

বিজ্ঞাপন

আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন তার আইনজীবী ও পরিবার। আদালতে এসময় শ্যামল কান্তি ভক্তের স্ত্রী সবিতা হালদার উপস্থিত ছিলেন।  

মামলাটি পরিকল্পিত, মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবী করেন শ্যামল কান্তির স্ত্রী সবিতা হালদার। মামলাটি দ্রুত খারিজ করে দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে জোর দাবী জানিয়ে তিনি বলেন, “এই বিষয়ে আমাদের যেনো আর হয়রানি হতে না হয়।”

২০১৬ সালের ১৪ জুলাই বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমকে এমপিওভুক্ত করে দেয়ার জন্য তার কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন, এমন অভিযোগ করে গেলো বছর ২৭ জুলাই তিনি আদালতে মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

আদালত বন্দর থানা পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিলে চলতি মাসের ১৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির চারটি ধারায় (১৬১/৪১৭/৪০৬/৪২০) অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। 

২৪ মে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওইদিন শ্যামল কান্তি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission