আরব আমিরাতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৭ মার্চ ২০২৪ , ১০:৫৩ পিএম


চাঁদ
ছবি : সংগৃহীত

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আরব আমিরাত।

রোববার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ‘কাকতালীয়ভাবে’ শাওয়ালের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই চাঁদটি পরের দিন ৯ এপ্রিল অধিকাংশ মুসলিম বিশ্ব থেকে দেখা যাবে।  

এ বিষয়ে আরব আমিরাতের জ্যোর্তিবিদ্যা সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, হিজরি সন অনুযায়ী আগামী ১০ এপ্রিল (বুধবার) শাওয়াল মাস শুরু হতে পারে। যদি এদিন শাওয়াল মাস শুরু হয় তাহলে রোজা ৩০টি হবে। 

পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজান মাসজুড়ে রোজা পালনের পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শুরু হয় ঈদুল ফিতরের উৎসব। যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন মুসলিমরা।

ঈদের দিন খোলা মাঠ বা বড় জামাতে মুসলমানরা ছয় তাকবিরের সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করেন। এ নামাজকেই ইসলামে ঈদের নামাজ বলা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.