• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং

আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২৪, ১৬:১৩
ফাইল ছবি

চলতি বছরের প্রথম চার মাসে বিশ্বব্যাপী বিক্রি কমেছে আইফোনের। এতে করে স্মার্টফোন বিক্রিতে বাজারের শীর্ষস্থান হারিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। তাদের টপকে বর্তমানে শীর্ষে অবস্থান করছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা সেন্টার (আইডিসি) রোববার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী স্যামসাং স্মার্টফোনের বিক্রি গত বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৯৪ লাখে। দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্টটির বর্তমান পরিমাণ ।

এর আগে ২০২৩ সালের শেষ চার মাসে রীতিমতো সুবাতাস বইছিল আইফোনের ব্যবসায়। ওই বছরের ডিসেম্বরে স্যামসাংকে হারিয়ে শীর্ষ ফোন বিক্রেতা হয় তারা। শেষ পর্যন্ত চার মাস পর আবার শীর্ষস্থান দখলে নিল স্যামসাং। ২০ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে অ্যাপলকে তারা ঠেলে দিয়েছে দ্বিতীয় অবস্থানে। এই মুহূর্তে ১৭ দশমিক ৩ শতাংশ মার্কেট শেয়ার অ্যাপল স্মার্টফোনের।

এদিকে বাজারে নিজেদের অবস্থান আরও একটু শক্ত করে নিয়েছে শাওমি ও হুয়াওয়ের মতো কোম্পানিগুলো। চলতি বছরের প্রথম চার মাসে মার্কেটে ১৪ দশমিক ১ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছেন চীনের শীর্ষ স্মার্টফোন নির্মাতা শাওমি।

২০২৪ সালের শুরুতে স্যামসাং বাজারে আনে তাদের সবশেষ ফ্ল্যাগশিপ সিরিজ এস-২৪। একই সময়ের মধ্যে এই সিরিজের ছয় কোটি ফোন বিক্রি হয় বিশ্বজুড়ে। বাজারে আসার প্রথম তিন সপ্তাহে বিশ্বব্যাপী এস-২৪ সিরিজের বিক্রি তার পূর্বসুরী ২৩ সিরিজের তুলনায় ৮ শতাংশ বেশি ছিল।

আইডিসির প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম চতুর্থাংশে অ্যাপল বিক্রি করে পাঁচ কোটি ইউনিট ফোন। অথচ গত বছর একই সময়ে তারা বিশ্বজুড়ে সাড়ে পাঁচ কোটি ইউনিট ফোন সরবরাহ করেছিল। ২০২২-এর শেষ চতুর্থাংশের তুলনায় ২০২৩ সালে চীনে অ্যাপল স্মার্টফোনের সরবরাহ কমে ২.১ শতাংশ।

চীন অ্যাপল ফোনের তৃতীয় বৃহত্তম বাজার। কিন্তু কিছু চীনা প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের অ্যাপল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। চীনা অ্যাপ ব্যবহারে মার্কিন সরকারের কড়াকড়ি আরোপের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় শি জিন পিং প্রশাসন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
অর্থ চুরি হচ্ছে আইফোন ব্যবহারকারীদের
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর