১৮ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ০৪:১৮ এএম


আন্তর্জাতিক বিচারালয়
১৯৪৬ সালের এই দিনে হেগে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়

আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

বিজ্ঞাপন

ঘটনাবলি:

১০২৫বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন

বিজ্ঞাপন

১৫৫২মরিশাস লিঞ্জ দখল করে

১৭৫৭অস্ট্রিয়া ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে

১৮৫৩এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়

বিজ্ঞাপন

১৯৩০ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে

১৯৪৬হেগে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়

১৯৪৬লিগ অব নেশন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় এর সম্পদ জাতিসংঘের কাছে অর্পিত হয়

১৯৫৫ইন্দোনেশিয়ায় আফ্রিকা এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল

১৯৭১কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন

জন্ম:

১৫৯০তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদের জন্ম

১৮০৯ভারতীয় কবি, চিন্তাবিদ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও জন্মগ্রহণ করেন

১৯৭৫কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয়

১৯৮০জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে

১৯৯৬ইহুদীবাদী ইসরাইলের জঙ্গীবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়

মৃত্যু:

১৮৮৯সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় পরলোকগমন করেন

১৯৫৫নোবেলজয়ী (১৯২১) খ্যাতনামা জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যু

১৯৫৯বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের মৃত্যু

১৯৬৩সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায় পরলোকগমন করেন

১৯৮৬গ্রন্থাকার, রাজনীতিবিদ জাতীয়তাবাদী নেতা অতুল্য ঘোষের মৃত্যু

২০১১চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী মৃত্যুবরণ করেন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission