• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

রুয়েটে ক্লাস শুরু ২৪ আগস্ট

আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২৪, ২১:৩১
ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ২৪ আগস্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ক্লাস শুরু হবে। এই উপলক্ষে আগামী ২০ আগস্ট শিক্ষার্থীদের জন্য রুয়েটের সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে রুয়েট জনসংযোগ দপ্তরের উপপরিচালক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ক্লাস শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে সব সময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এরই মধ্যে রুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিসহ ছাত্রদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও রুয়েট প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু
ছাত্রদলের প্রতি রুয়েট প্রশাসনের নিন্দা
‘রুয়েটে প্রথম বর্ষে ক্লাস শুরুর পর টানা ১০ দিন ক্লাস না করলে ভর্তি বাতিল’
রুয়েটে নতুন উপাচার্য নিয়োগ