এমন সুন্দর বইয়ের দোকান!

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭ , ১২:৩৬ পিএম


এমন সুন্দর বইয়ের দোকান!
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের জনপ্রিয় বুক ক্যাফে বাতিঘর এখন ঢাকায়। বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রের সপ্তম তলায় গড়ে তোলা হয়েছে এই অত্যাধুনিক বইয়ের সাম্রাজ্য। ২৯ ডিসেম্বর (শুক্রবার) উদ্বোধন হতে যাচ্ছে বইয়ের ভুবনটি। প্রতিষ্ঠানটির কর্ণধার দীপঙ্কর দাস এই তথ্য জানান।

বিজ্ঞাপন

ঢাকা বাতিঘর উদ্বোধন ও এর বিশেষত্ব সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবহিত করার লক্ষ্যে গতকাল বুধবার এক আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।

বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাস জানান, মুঘল স্থাপত্য বিশেষত লালবাগ কেল্লার আদলে বাতিঘরের অভ্যন্তরীণ সজ্জা করেছেন শিল্পী শাহীনুর রহমান, আলোকসজ্জা করেছেন নাসিরুল হক খোকন ও জুনায়েদ ইউসুফ। এ বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় নির্মাণ কাজ শুরু হয়। ঢাকা শহরের অন্যতম প্রাচীন ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্থাপত্য, যে স্থাপনা ঢাকা শহরের এক ধরনের প্রতীকে পরিণত হয়েছে। সেই প্রতীক তুলে ধরার ছোট্ট প্রয়াস করেছে বাতিঘর।

বিজ্ঞাপন

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তার বক্তব্যে সবাইকে বাতিঘরে আমন্ত্রণ জানান। তিনি বলেন, সবাইকে বইয়ের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়েছে। এমন সুন্দর বইয়ের দোকান। এটা অভাবনীয়।

চট্টগ্রামে বাতিঘরের সফলতা ও জনপ্রিয়তা দেখেই আবদুল্লাহ আবু সায়ীদ ঢাকায় বাতিঘরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন, ঢাকার বাতিঘরও সফল হবে। কারণ এখানে চাহিদা মোতাবেক সব বই রয়েছে।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বইয়ের দোকান মানেই ব্যবসা। কিন্তু ব্যবসা হোক বা না হোক আমরা একটি স্বপ্ন শুরু করেছি। এই স্বপ্নে সবাইকে অংশ নেয়ার আমন্ত্রণ।

বিজ্ঞাপন

সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বাতিঘর ঢাকার উদ্যোগের প্রশংসা করেন এবং এর স্থাপত্য যে কাউকে মুগ্ধ করবে বলে জানান। তিনি বলেন, এক একটি বইয়ের দোকান প্রকাশকদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করে।

বাতিঘর ঢাকাতে থাকছে প্রায় শতাধিক বিষয়ের ১০ হাজার লেখক ও এক হাজার দেশি-বিদেশি প্রকাশনা সংস্থার লক্ষাধিক বইয়ের সংগ্রহ। সংরক্ষিত প্রকাশক কর্নার, শিশু-কিশোর কর্নার, লিটল ম্যাগাজিন ও সাহিত্য সাময়িকী কর্নার ও ক্যাফে। এখানে খাওয়া-দাওয়া মূল উপজীব্য নয়, তাই খাবার বলতে শুধু চা-কফি ও বিস্কুট থাকবে।

বাতিঘরে এসে বইয়ের সাম্রাজ্যে হারিয়ে যাবেন সবাই। এমনটাই মনে করছেন বাতিঘর কর্ণধার দীপঙ্কর দাস।

পিআর/ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission