শিক্ষার্থীদের তোপের মুখে ঢাবিতে সিন্ডিকেট মিটিং পণ্ড

আরটিভি নিউজ

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ১১:৫১ পিএম


শিক্ষার্থীদের তোপের মুখে ঢাবিতে সিন্ডিকেট মিটিং পণ্ড
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী সিন্ডিকেট মিটিং চলাকালে শিক্ষার্থীদের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।

বুধবার (১৩ নভেম্বর) ঢাবির নবাব আলী চৌধুরী সিলেট ভবনে সন্ধ্যার পর মিটিং বসে। এ সময় সিন্ডিকেট সদস্যরা তাদের নির্ধারণী কাজ করছিলেন। কিন্তু আওয়ামী লীগের আমলে শিক্ষার্থীবিরোধী অবস্থানের জন্য বিতর্কিত হয়ে পড়ে এই সিন্ডিকেট বডি। এরই জোরে ধরে সিন্ডিকেট মিটিং পণ্ড করে দেয় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিটিং চলছে এমন খবর জানতে পেরে শিক্ষার্থীদের একাংশ মধুর ক্যান্টিনে জমা হতে থাকে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় ছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী।

সংগঠিত ছাত্রদের একটি অংশ মধুর ক্যান্টিন থেকে মিছিল করতে করতে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের যে স্থানে সিন্ডিকেট চলছে সেখানে পৌঁছে যায়। ফলে ভেস্তে যায় মিটিং। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু বলেন, এই সিন্ডিকেট শেখ হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। গত ১৭ জুলাই ঢাবি সিন্ডিকেটের এই সদস্যদের মিটিংয়েই পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আবাসিক হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিন্ডিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে। এমনকি এই সিন্ডিকেটের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এখনও নিরাপত্তাহীনতায় আছে।

তিনি আরও বলেন, নিয়ম না মেনে গঠিত এই সিন্ডিকেটের অনেক সদস্য বিনা ভোটে নির্বাচিত। এই সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ব্যাপক দলীয়করণ করা হয়েছে। তাই এই সিন্ডিকেট ভেঙে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে নতুন সিন্ডিকেট গঠন করতে হবে। দলীয় আনুগত্যের বিবেচনায় সিন্ডিকেট গঠন করা যাবে না। সিন্ডিকেটে শিক্ষার্থী প্রতিনিধি নেই। সিন্ডিকেটে অবশ্যই শিক্ষার্থী প্রতিনিধিত্বের ব্যবস্থা করা দরকার।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.