মুহাম্মদ (সা.) স্মরণে সমধারার আয়োজন ‘নবিজি’
মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর স্মরণে সাহিত্যের কাগজ ‘সমধারা’ তৃতীয়বারের মতো সিরাত অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এই আয়োজন দুই পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে মহানবির (সা.) শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নিয়ে আবৃত্তি প্রয়োজনা ‘দ্য লাইট ৩’। এর আগে, প্রথম পর্বে নবি আগমনের পটভূমি, দ্বিতীয় পর্বে সত্যের উপলব্ধি, সত্যের প্রচার; নির্মম নির্যাতনেও বিশ্বাসে অটল; হিজরত : সোনালি সকালের সূচনা নবি জীবনের এ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।
এবারের পর্বে থাকছে মহানবি (সা.) মদিনায় শুরু করে ঘর গোছানোর কাজ; সীমিত শক্তি ও উপকরণ নিয়ে বদরের প্রান্তরে বড় বিজয়ের উপাখ্যান; ধনীর সম্পদে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা; নিশ্চিত বিজয় যেভাবে বিপর্যয়ে পরিণত হলো; ওহুদের প্রান্তরে বিপর্যয় থেকে বিজয়, এই বিষয়গুলো ধরে ‘দ্য লাইট ৩’ তৈরি করা হয়েছে। প্রযোজনায় যুক্ত হয়েছে কুরআনের বাণী, নবির জীবনী অংশ বিশেষ, কাজী নজরুল ইসলাম রচিত নাত এবং নবিজিকে নিবেদিত কবিতা।
সবশেষে থাকছে নবিজিকে (সা.) নিবেদিত সমধারার ১০৩তম সংখ্যার পাঠ উন্মোচন। সংখ্যায় প্রবন্ধ ও কবিতা স্থান পেয়েছে। উল্লেখযোগ্য লেখকরা হচ্ছেন ড. মোহাম্মদ বাহাউদ্দিন, হাসান হাফিজ, রোকেয়া ইসলাম, মুহম্মদ নুরুল হুদা, ফরিদ আহমদ দুলাল, আজিজুল আম্বিয়া, চৌধুরী মনজুর লিয়াকত রুমি, দীপু মাহমুদ, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, আরিফ মঈনুদ্দীন প্রমুখ।
আরটিভি নিউজ/টিআই
মন্তব্য করুন