• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

শহর থেকে হঠাৎ শীত ‘গায়েব’, জানা গেল কারণ

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫
ফাইল ছবি

পৌষের শুরুতে রাজধানী থেকে শীত অনেকাংশে গায়েব হয়ে গেছে। একই অবস্থা অন্যান্য শহরগুলোতেও। হঠাৎই দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে শীতের এমন বিপরীতমুখী আচরণ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান।

তিনি বলেন, লঘুচাপটিই এ বছরের প্রথম বৃষ্টিবলয়। এটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় ঝরাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত, যা স্থায়ী হতে পারে আগামী রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত। লঘুচাপের প্রভাবে শীতের তীব্রতা এখন কমে এলেও তা বাড়তে পারে বুধবারের (২৫ ডিসেম্বর) পর।

মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, শীতকালে বৃষ্টিপাত কম হলেও এবার বৃষ্টির প্রবণতা রয়েছে। ধেয়ে আসছে এ বছরের প্রথম বৃষ্টিবলয়। এটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় ঝরাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত।

তিনি আরও জানান, বৃষ্টিবলয়ের কারণে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। আর উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, সন্ধ্যায় আবহাওয়ার পূবর্বাভাসে জানানো হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া শুক্রবার (২০ ডিসেম্বর) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা নামতে পারে আরও
বৃষ্টিবলয় শীতল: যেসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আভাস
মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, কমবে দিনের তাপমাত্রা
সাগরে লঘুচাপ, বৃষ্টি ও শীত নিয়ে নতুন বার্তা