দেশের স্বনামধন্য বাংলা সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই। রোববার ( ২২ ডিসেম্বর) দিবাগত রাত ২ টা ७० মিনিটে রজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ টেলিভশনের ফেসবুক পেজে জানানো হয়েছে এ খবর।
বিবৃতিতে লেখা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য বাংলা সংবাদ পাঠক সালেহ আকরাম আজ দিবাগত রাত ২ টা ७० মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। আগামী বুধবার (২৫/১২/২৪) তার জানাজা অনুষ্ঠিত হবে।
সালেহ আকরামের জন্ম ফরিদপুর। তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সত্তরের দশকে তিনি সংবাদ পাঠক হিসেবে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। দেশের বরেণ্য সংবাদ পাঠকদের মধ্যে অন্যতম তিনি। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে যুক্ত হন সালেহ আকরাম।
আরটিভি /এএ