২০ বছরে পদার্পণ করল আরটিভি
‘আজ এবং আগামী’র স্লোগান নিয়ে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করল গণমানুষের এই চ্যানেলটি।
দীর্ঘ পথপরিক্রমায় আরটিভি দর্শক-শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে সংবাদ ও অনুষ্ঠানকে সাজিয়েছে। বিপরীতে পেয়েছে দর্শকদের ভালোবাসা। সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে, দর্শকদের নানা প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রতিমুহূর্তে এগিয়ে চলেছে চ্যানেলটি। নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ভিন্নধারার সংবাদ দিয়ে কয়েক বছরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে আরটিভি। টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও আরটিভি দেশীয় চ্যানেল হিসেবে শীর্ষে অবস্থান করছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এমন আনন্দের দিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের শিল্পী, সংস্কৃতিজন, সাংবাদিক, রাজনীতিবিদ ও খ্যাতিমানরা।
আরটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব কলাকুশলী, দর্শক ও বিজ্ঞাপনদাতাসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আরটিভি কর্তৃপক্ষ। আরটিভির এই দীর্ঘ পথচলায় সঙ্গী হওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে।
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশ-বিদেশের সব দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১৯ বছর অতিক্রম করে ২০ বর্ষে পদার্পণ করেছি। দর্শকদের পছন্দ ও রুচির প্রতি আরটিভি সবসময়ই দায়বদ্ধ ও যত্নশীল। পাশাপাশি জনসচেতনতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সত্য তথ্যের নির্মোহ প্রবাহ নিশ্চিতে আরটিভি একাগ্রতার সঙ্গে কাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও নানান বয়সী দর্শকদের চাহিদা বিবেচনায় রেখে আরটিভি বহুমাত্রিক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে আসছে। নতুন বছরেও একাধিক চমৎকার আয়োজন নিয়ে আমরা হাজির হবো আপনাদের সামনে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আরটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে আমি আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রসঙ্গত, ‘গোলটেবিল’, ‘কেমন বাংলাদেশ চাই, ‘আজ পত্রিকায়’-এর মতো জনপ্রিয় টকশো ছাড়াও ‘স্টার অ্যাওয়ার্ড’, ‘আলোকিত নারী পদক’, ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক’-এর মতো অনুষ্ঠান আরটিভিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। চ্যানেলটিতে নতুন অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে ‘ড্যানিশ আরটিভি ইয়াং স্টার’, ‘ফোক স্টেশন’। ইসলামিক ট্যালেন্ট হান্ট খুঁজে নেওয়ার প্ল্যাটফর্মও করেছে চ্যানেলটি। এ ছাড়া জনপ্রিয়তা পেয়েছে ‘গর্বিত বাবা’ অনুষ্ঠানটিও।
এ ছাড়াও অটিজমবিষয়ক অনুষ্ঠান—হাত বাড়িয়ে দিলাম, ফ্যাশন ও লাইফস্টাইলবিষয়ক অনুষ্ঠান লুকমিসহ আরও নানান অনুষ্ঠান দিয়ে বছরজুড়েই আলোচনায় পরিপূর্ণ ছিল আরটিভি। ঈদসহ ভিন্ন ধর্মের ও বিভিন্ন বিশেষ দিনকে ঘিরে প্রচার করা হয় জনপ্রিয় ও বৈচিত্র্যপূর্ণ নাটক ও অনুষ্ঠানমালা।
অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মেও আলোড়ন তৈরি করেছে আরটিভি। কোটি কোটি পাঠকের খবরের চাহিদা মেটাচ্ছে আরটিভি অনলাইন নিউজ। প্রতিদিন এই পোর্টালে দেশ-বিদেশের দেড় শতাধিক নিউজ আপ হচ্ছে। আরটিভি ফেসবুক পেইজ এরই মধ্যে ২ কোটি ১০ লাখ ফলোয়ারের মাইল ফলক অতিক্রম করেছে। আরটিভির ফেসবুক পেজ, আরটিভি ইউটিউব চ্যানেল, আরটিভি ড্রামা ইউটিউব, আরটিভি মিউজিক ইউটিউব এবং আরটিভি অনলাইন বর্তমানে দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
নিত্যনতুন প্রত্যয়ে ঝলমলে আগামীর জন্য আজকের হয়ে যুগ যুগ জেগে থাকবে আরটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক-শুভানুধ্যায়ীদের আবারও অভিনন্দন।
আরটিভি/ডিসিএনই
মন্তব্য করুন