গুলশান থানায় দুদকের করা চাঁদাবাজির ৩ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৩০দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া কর ফাঁকির ২ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে তারেক রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
দুদকের আইনজীবী খুরশীদ আলম জানান, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করে দুদক। হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ বাতিল করেন এবং তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এইচটি/এমকে