মেহেরপুরের গাংনী উপজেলায় রাস্তার পাশ থেকে হাবিবুর রহমান (২৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মচাকী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাবিব গাংনী শহরের থানাপাড়ার সাহার আলীর ছেলে।
পুলিশ জানায় গেছে, ভোরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মুসল্লিরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছায়।
নিহতের স্ত্রী জানান, বেশকিছুদিন ধরে ধর্মচাকী গ্রামে শশুরবাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করছিলেন হাবিব। বুধবার বিকেলে সুজন নামে তার এক বন্ধু মোবাইলে গাংনীতে ডেকে নিয়ে যায়। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয় পরিবার।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সে নেশাগ্রস্থ ছিলভ ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশাসক্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে এটি কোনো হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।
এসএস