ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ২০১৬ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এ ঘোষণা দেয়া হয়।
২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান চমক জাগানো পেসার মুস্তাফিজুর রহমান।
এবারের আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার (স্যার গারফিল্ড সোর্বাস ট্রফি) ও টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার সম্মান পেয়েছেন ভারতের স্পিনার রবিচন্দন অশ্বিন। প্রোটিয়া উইকেট কিপার কুইনটন ডি ককের দখলে গিয়েছে আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ারের মুকুট। এদিকে আইসিসি স্পিরিট ক্রিকেট অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন পাকিস্তানের টেস্ট কাপ্তান মিস-বাউল হক।
এছাড়া টি-টুয়েন্টি পারফর্মেন্স অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন এ বছরের ক্যারাবীয়দের টি-টুয়েন্টি ফাইনালে জয়ের নায়ক কার্লোস ব্রাথওয়েট।
অন্যদিকে আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন আফগান উইকেট রক্ষক মোহাম্মাদ শেহজাদ। এছাড়া সেরা নারী ওডিআই ও টি-টুয়েন্টি ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের সুজি ব্যাটেস।
ওয়াই / এসএস