এবার ভেসে এলো ২শ’ তিমি

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:৫০ পিএম


এবার ভেসে এলো ২শ’ তিমি

নিউজিল্যান্ডে ৪শ’রও বেশি তিমি সমুদ্র উপকূলে ভেসে আসার একদিন পর এবার প্রায় ২শ’ তিমি দেশটির একটি প্রত্যন্ত বিচে ভেসে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় কর্মকর্তারা জানান, শনিবার ২৪০টি ভিন্ন ধরনের তিমি পোপোঙ্গা ও পাকাওয়াউ এলাকার মাঝামাঝি থাকা বিচে এসে আটকা পড়ে। জোয়ারের পানিতে বিচে আসা তিমিগুলোর বেশিরভাগই এরইমধ্যে সমুদ্রের পানিতে ভাসানো হয়েছে।

তিমিগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে ১৭টি গোষ্ঠীর শতাধিক স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মী।

বিজ্ঞাপন

শুক্রবার দেশটির সাউথ আইল্যান্ডের গোল্ডেন বে উপকূলে শ’ শ’ তিমি চলে আসার ঘটনা নিউজিল্যান্ডে বিরল নয়। তবে একসঙ্গে এতো বেশি সংখ্যক তিমি আছড়ে পড়ার ঘটনা ব্যতিক্রম।

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission