‘পানিচক্র ও পরিবেশের জন্য পানিচক্রের গুরুত্ব’ নিয়ে স্কুল ক্যাম্পেইন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’।
শনিবার (১১ মে) সিলেটের আউশা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন করে সংগঠনের সদস্যরা। এ সময় ওই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন তারা।
ক্যাম্পেইনে স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা সুলতানা। এ সময় তিনি বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। পরিবেশ নিয়ে তাদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ হয়ে উঠবে আরও সুন্দর। পরিবেশ রক্ষায় উদ্যোগী হয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই আমরা পৃথিবীকে আরও সুন্দর করে রেখে যেতে পারবো।’
এ সময় প্রধান শিক্ষক নাদিরা সুলতানা ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটির’ ভূয়সী প্রশংসা করে আরও বলেন, ‘পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এবং পরিবেশকে সুন্দর রাখতে এই সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে তা খুবই প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক।’
‘গ্রিন এক্সপ্লোর সোসাইটির’ সভাপতি মো. রমজান হোসেন রনি বলেন, ‘আউশা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ক্যাম্পেইন করতে পেরে আমরা খুবই আনন্দিত। বাচ্চাদের মাঝে সচেতনতামূলক এই বিশেষ প্রোগ্রাম এবং তাদের আগ্রহ আমাদেরকে পরিবেশ নিয়ে কাজ করতে সব সময় অনুপ্রেরণা জোগায়।’