ইসকন নিষিদ্ধের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হয় এবং বিক্ষোভ মিছিল করে।
মিছিলে শিক্ষার্থীদের ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই ইসকনের ঠাঁই নাই’ ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আদালতে উকিল মরে এই সরকার কি করে’, ‘সন্ত্রাসবাদের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, আমরা ইসকন ও তাদের সমর্থকদের পরিষ্কার ভাষায় বলে দিতে চাই তারা যদি বাংলাদেশের অসাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কঠোর ভাবে তাদের জবাব দিবো। এরপর শিক্ষার্থীরা বুধবার মেইন গেট এ বাদ জোহর আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজায় অংশগ্রহণ করার ঘোষণা দেয়।
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনার প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
আরটিভি/এএএ
মন্তব্য করুন