• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ স্থাপনার নাম বদলে দিলেন শিক্ষার্থীরা
জাবি প্রেস ক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ওয়াস্তি এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি তানভীর ইবনে মোবারক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সুলতানা আক্তার এই ফলাফল ঘোষণা করেন। ভোট প্রদান কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে মাহমুদুল হাসান (বার্তা ২৪), যুগ্ম সম্পাদক রাহাত চৌধুরী (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ওসমান সরদার (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমন (দৈনিক খোলা কাগজ) এবং কার্যকরী সদস্য পদে আহসান হাবিব (দ্য এশিয়ান এইজ) এবং রবিউল ইসলাম (ঢাকা টাইমস ২৪) নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সুলতানা আক্তার, নির্বাচন কমিশন সচিব হাসিব সোহেল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এএএ-টি   
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা
লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করল ববি শিক্ষার্থীরা
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের
কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবিতে গণকোরআন তিলাওয়াত
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলো শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। জানা গেছে, ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টরের সঙ্গে আলোচনায় বসেন। এরপর প্রশাসনিক কর্মকর্তারা, প্রক্টর এবং শিক্ষার্থীদের সহায়তায় জাকিরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. শাখাওয়াত হোসেন। মামলায় নিজেকে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলে দাবি করেন। এ মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। মামলায় ১১ নম্বর আসামি করা হয় জাকির হোসেনকে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এফ এম আবদুল মঈনকে। মামলার আসামি হলেও জাকির হোসেন এতদিন নিয়মিত কার্যালয়ে এসেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, জাকির হোসেন আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি আওয়ামী লীগের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য চেষ্টা চালান। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি তিনি। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল হাকিম বলেন, ‘অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাসহ জাকির হোসেন আমার দপ্তরে আসেন। তার নামে মামলা থাকায় সবার সঙ্গে আলোচনার পর তিনি নিজেই বলেন তাকে পুলিশের হাতে তুলে দিতে। পরে পুলিশ সদস্যরা তাকে নিয়ে যান।’ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া একটি মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি জাকির হোসেন। ওই মামলা বর্তমানে তদন্ত করছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছি।’ এরআগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী অর্ণব সিংহ রায়কে মারধর করেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। অর্ণব সিংহ রায় জাকির হোসেহের সঙ্গে একই মামলার ১২ নম্বর আসামি। আরটিভি/এসএপি
জাকসু নির্বাচনের তফসিল ১ ফেব্রুয়ারি, প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চাইলেন উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ চেয়েছেন তিনি। অধ্যাপক কামরুল আহসান প্রধান উপদেষ্টাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতিতে তার নেতৃত্বের ভূমিকা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। ঘোষণা অনুযায়ী, নির্বাচনের তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, এরইমধ্যে গত ১০ জানুয়ারি প্রকাশ করা হয়েছে ভোটার তালিকার খসড়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাত্র নয় বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৩৩ বছর ধরে এ প্ল্যাটফর্ম নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক আহসান। তিনি জানান, সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। জাবি উপাচার্য আরো বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বরাদ্দ ও খরচ বৃদ্ধি করা হয়েছে এবং প্রথম বর্ষের ভর্তি ফরমের ফি কমানো হয়েছে। অধ্যাপক ইউনূস জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি জাবির একাডেমিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় চাইলে তাদের পরিকল্পনা অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজন করতে পারে। জাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জাবি উপাচার্যকে বলেন, ‘আপনারা যদি জাকসু নির্বাচন আয়োজন করতে পারেন, তাহলে করুন। এ বিষয়ে নেতৃত্ব দেয়া আপনাদেরই কাজ।‘ অধ্যাপক কামরুল আহসান গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাগুলো সম্পর্কে প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তিনি জানান, আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় ৩৭ লাখ টাকা প্রদান করেছে। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব উপস্থিত ছিলেন। আরটিভি/এসএপি
৫ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন, তারিখ ঘোষণা 
পাঁচ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সোমবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।  বিবৃতিতে আর বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উক্ত সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। অনুষ্ঠানের বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। সমাবর্তনের তারিখ ঘোষণার পর পরই শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম বলেন, একজন স্নাতকধারী শিক্ষার্থীর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সমাবর্তনের দিন। অবশেষে আমিও সেই মাহেন্দ্রক্ষণে নিজেকে শামিল করে নিতে যাচ্ছি। নিজেকে সৌভাগ্যবানদের কাতারে মনে করছি। আলহামদুলিল্লাহ! বাবা-মায়ের ঘামে ভেজা অর্জনের এদিনে তাদেরকেই উৎসর্গ করতে পারবো এটা ভেবে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছি এখনই। বন্ধু-বান্ধব, অনুজ-অগ্রজদের একসাথে দেখার জন্য মুখিয়ে আছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এক ফেসবুক পোস্টে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন আয়োজন করতে যাচ্ছি। ১৭ ফেব্রুয়ারি তারিখে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আমরা এই আয়োজন সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, রাবির সর্বশেষ (একাদশ) সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। পাঁচ বছর পর আবারও এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আরটিভি/এমকে
কুবির ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ করলেন শিক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।  সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাষ্য, আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন। এ জন্য তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন। এ মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলাটিতে ১১ নম্বর আসামি করা হয় জাকির হোসেনকে। রোববার বিকেলে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া অর্ণব সিংহ রায় একই মামলার ১২ নম্বর আসামি। এ মামলায় প্রধান আসামি করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এফ এম আবদুল মঈনকে। মামলার আসামি হলেও জাকির হোসেন এতদিন নিয়মিত কার্যালয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল হাকিম বলেন, ‘অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাসহ জাকির হোসেন আমার দপ্তরে আসেন। তার নামে মামলা থাকায় সবার সঙ্গে আলোচনার পর তিনি নিজেই বলেন, তাকে পুলিশের হাতে তুলে দিতে। পরে পুলিশ সদস্যরা তাকে নিয়ে গেছেন।’ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া একটি মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি জাকির হোসেন। ওই মামলা বর্তমানে তদন্ত করছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আমরা জাকিরকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেছি। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানোর পরবর্তী ব্যবস্থা ডিবি গ্রহণ করবে।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, জাকির হোসেন আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি আওয়ামী লীগের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য ব্যাপক চেষ্টা চালান। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি তিনি।  আরটিভি/এমকে
ফেব্রুয়ারিতেই ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের রোডম্যাপ জানুয়ারির মধ্যে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।  সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ডাকসু নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বার্থরক্ষা ও অধিকার আদায়ে ডাকসুর বর্তমান কাঠামো যথেষ্ট নয়।  এদিকে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবি এবং গেস্টরুম কালচারের পুনরাবৃত্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাবির হলপাড়া এলাকা থেকে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণের পর টিএসসি হয়ে ভিসি চত্বরে এসে শেষ হয়।   এ সময় শিক্ষার্থীরা বলেন, গেস্টরুম কালচার ও র‍্যাগিংয়ের নামে আবারও ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না।   এ ছাড়া অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, ডাকসু নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয়। তাই ডাকসু নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আরটিভি/এফএ
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত ‘শাটডাউন’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী বুধবার সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে মর্মে লিখিত চিঠি পাওয়ার পর অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর পাশাপাশি মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত জবি কমপ্লিট শাটডাউন থাকবে বলেও জানান তারা। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অনশন প্রত্যাহারের কথা জানান অনশনরত শিক্ষার্থী এ কে এম রাকিব। তিনি বলেন, ‘আমাদের ৩টি দাবির মধ্যে দুটি পুরোপুরি মেনে নিয়ে লিখিত চিঠি দেওয়া হয়েছে। বাকি একটি আলোচনাসাপেক্ষে মেনে নেওয়া হবে। লিখিত চিঠি পাওয়ায় আমরা অনশন প্রত্যাহার করছি। তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি চলবে।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, ‘আগামী বুধবার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেক এগিয়ে গেছে। আগামী মিটিংয়ে প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে। তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ এর আগে দুপুরে সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এ চিঠি আসার পর অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। সেগুলো হলো— ১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না। ২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। ৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। আরটিভি/এমকে-টি
৩ দাবি নিয়ে সচিবালয়ে জবি শিক্ষার্থীরা, সড়ক অবরোধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, তাদের দাবিগুলো মানা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে হবে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সচিবালয়ের সামনের সড়ক অবুরোধ করেন।  এ সময় বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘অনশনকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে হেঁটে যাত্রা করেন। আমরা আমাদের দাবিগুলো সচিবালয়ে দায়িত্বরতদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট বার্তা আমরা পেতে চাই।’ এর আগে, সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করেন শিক্ষার্থীরা। অনশন থেকে অসুস্থতার কারণে প্রায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উপাচার্য আশ্বাস দিলেও ধর্মঘট ভাঙতে রাজি হননি তারা। সচিবালয়ের সামনে তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এ কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থা বিশ্লেষণ করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।’ আরটিভি/এমকে