• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ 

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৩
ছবি : আরটিভি

চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সমর্থকদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হয়। এ সময় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে শেষ করেন।

মিছিলে শিক্ষার্থীদের ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই ইসকনের ঠাঁই নাই’ ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আদালতে উকিল মরে এই সরকার কি করে’, ‘সন্ত্রাসবাদের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন, চট্টগামের আদালত প্রাঙ্গণে হত্যার ঘটনা দেশের বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ। আমরা এই ঔদ্ধত্যের বিরুদ্ধ আজ এখানে দাঁড়িয়েছি। পতিত স্বৈরাচার আমাদের সাম্প্রদায়িক বিরোধ তৈরি করতে চায়। আমরা দাঙ্গায় জড়িয়ে পড়ি এটা চায়। কিন্তু এদেশের বিবেকবান মানুষরা কোনো ফ্যাসিবাদের ফাঁদে পা দিবো না।


তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, পতিত শক্তির উদ্দেশ্য কেউ বাস্তবায়ন করার চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে ছাত্র সমাজ প্রস্তুত আছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের ঘটনায় যেই সংগঠনের লোকই জড়িত থাকুক, সেই সংগঠনকে এর দায় নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারও এই সাইফুল হত্যার দায়ভার এড়াতে পারে না। আদালত প্রাঙ্গণে এমন হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইসকন সদস্যদের বিরুদ্ধে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপপ্রচারের প্রতিবাদে সরব ছাত্রদল, ঢাবিতে বিক্ষোভ
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক জোবায়েরপন্থীদের
আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ 
রাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝোলালেন শিক্ষার্থীরা