• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

গবি শিক্ষার্থীকে মারধর, ইতিহাস পরিবহনের ১৭ বাস আটক

গবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ২২:০০
ছবি : আরটিভি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার প্রতিবাদে মিরপুরগামী ইতিহাস পরিবহনের ১৭টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পল্লী বিদ্যুৎ হতে ইতিহাসের বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসে শিক্ষার্থীরা।

মারধর ও হেনস্তার শিকার হওয়া শিক্ষার্থীর নাম ওবায়দুল্লাহ ওয়াসিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, আজ বিকেলে পল্লী বিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার সময় সময়ক্ষেপণ নিয়ে তর্কবিতর্কের সময় মারধরের শিকার হন ওই শিক্ষার্থী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার হেনস্তার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। এরপর থেকেই শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ থেকে একের পর এক বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন। অভিযুক্ত বাসচালক ও হেলপার না আসা পর্যন্ত বাস আটকে রাখা হবে বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ওয়াসিম জানান, বাস বারবার নির্ধারিত স্টপ ছাড়া যাত্রী তুলছিল ও দেরি করছিল। বাসচালক ও হেলপারের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেলপার আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে। তাই আমি ভিডিও করতে থাকি, একপর্যায়ে হেলপার আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। সে সময় তার সঙ্গে আমার ধস্তাধস্তি হয় ও আমার আঘাত লাগে এবং সে আমাকে বাস থেকে নামিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রধান রফিকুল ইসলাম জানান, এ ঘটনা আলোচনা করে সমাধান করা হবে। কোনো প্রকার সমাধান না হওয়া পর্যন্ত একটি বাস ও যেতে দেওয়া হবে না।

তবে এ বিষয়ে বাস মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি শিক্ষার্থীকে মারধর, রাজধানী পরিবহনের ২৪ বাস আটক
গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন, ফি নিয়ে অসন্তোষ
জাবি ছাত্রীকে হেনস্তা, মৌমিতার ১৬ বাস আটক
ক্ষতিপূরণের দাবিতে ৯ বাস আটক করেছেন জাবি শিক্ষার্থীরা