• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ববি ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি 

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭
ছবি : আরটিভি

নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে তিনটি ছাড়নীতি ও উদ্যোগ গ্রহণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ভিসিকে এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতাগত ন্যায্যতা বিধান নিশ্চিত করার ক্ষেত্রে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের দেশে নারীর ক্ষমতায়ন নিয়ে নানান আলোচনা ও দৃশ্যগত উদ্যোগ দেখা গেলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এমনিতেই একজন নারী শিক্ষার্থীকে একজন পুরুষ শিক্ষার্থীর তুলনায় সামাজিকভাবে অতিরিক্ত বাধা অতিক্রম করে এ পর্যায়ে পৌছাতে হয়। কিন্তু সুযোগ-সুবিধা প্রদানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার দিকটি যথাযথ বলে বিবেচিত হচ্ছে না।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সুচিতা শরমিন বলেন, এর আগেও আমি নারীদের অধিকার রক্ষায় কাজ করেছি। নিরাপদ নারীদের ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাবো।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অনেকেই দেখেছি প্রসূতি থাকাকালীন নিয়মিত ক্লাস পরীক্ষার অংশগ্রহণে বেগ পাচ্ছেন। সন্তানের দেখাশোনার জন্য রেগুলার ক্লাসে পিছিয়ে যাচ্ছেন। আমরা চাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত যৌক্তিক সমতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হোক।

ববি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, নারী স্বাস্থ্য বলতে শুধু প্রজনন স্বাস্থ্যই নয়, সব বয়সের নারীর শারীরিক, মানসিক ও সামাজিক দিক থেকে ভালো থাকাকেই বোঝায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিচে সচেতনতা একান্ত জরুরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন শান্ত ইসলাম আরিফ, আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, জিহাদ খলিফা, কাফি, মোসা. মরিয়ম, রিফাত মাহমুদ, সাজ্জাদ হোসেন, রবিউল খান, হাবিবুর রহমান, মিরাজ, সাকিব মিয়া, রাহিকুল ইসলাম, আরাফাত, রিফাত, শুভ্র, মিধুল প্রমুখ।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ববিতে শহীদ আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ববি প্রক্টরের পদত্যাগ, নতুন প্রক্টর রফিকুল ইসলাম
সমন্বয়ক ট্যাগ দিয়ে ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ