• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিশ্ব করোনা : মৃত্যু ও শনাক্ত বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ মে ২০২৩, ০৮:২৫
বিশ্ব করোনা : মৃত্যু ও শনাক্ত বেড়েছে
ফাইল ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১০২ জন।

শনিবার (২০ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, বৃহস্পতিবার ১০৫ জনের মৃত্যু এবং ৩৪ হাজার ৯৭ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৯ হাজার ৫৮৬ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে জার্মানি। দেশটিতে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন এবং মারা গেছেন ২ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ১৫ জন। মেক্সিকোতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ১৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫১৪ জন এবং মারা গেছেন ৫ জন এবং হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৫৩৬ জন এবং মারা গেছেন ১০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৫০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৭ হাজার ৬০৭ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৩৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয়ে ২০২০ সালের ৮ মার্চ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু
এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু