জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে : নুর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২ , ০৪:৩১ পিএম


জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে : নুর
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর

‘জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ভবন যেভাবে দখল করা হয়েছিল, বাংলাদেশে সেটা বাকি রয়েছে। কাজেই বাংলাদেশের জনগণকে সেটার প্রস্তুতি নিতে হবে। জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জনগণ নিয়ে এ সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা মানুষের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। তাই, এই সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না। সব বিরোধী দলের এক অভিন্ন উদ্দেশ্য-লক্ষ্য এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে রাষ্ট্রের গণতন্ত্রে উদ্ধার করা। 

নুর বলেন, ডলারের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রতিবছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, অথচ বাংলাদেশ ব্যাংকের কাছে কোন তথ্য নেই। সুইস ব্যাংকে টাকা রাখার বিষয়ে সরকার কোনও তথ্যই চায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission