এমপি হারুন পদত্যাগপত্র জমা দেবেন বৃহস্পতিবার 

আরটিভি নিউজ

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ , ০৩:৪৫ পিএম


এমপি, হারুন, পদত্যাগপত্র, জমা, দেবেন, বৃহস্পতিবার,  
ফাইল ছবি

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেবেন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)।

বিজ্ঞাপন

এ দিন বেলা সাড়ে ১১টার দিকে পদত্যাগপত্র জমা দিয়ে সংসদের দক্ষিণ প্লাজা গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

বুধবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। 

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। 

তবে বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। 

ওই দিন রাতেই বিএনপির সংসদ সদস্যদের ছয়টি সংসদীয় আসনশূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission