ঢাকা

ভোটের দিন ইন্টারনেট ধীরগতি হবে না : ইসি সচিব 

আরটিভি নিউজ

সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ , ০৩:৩০ পিএম


loading/img
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ইন্টারনেটের গতি ব্যাহত হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। 
সোমবার (১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব।

বিজ্ঞাপন

সেখানে জাহাঙ্গীর আলম বলেন, ‘৭ জানুয়ারি ভোটের দিন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে। আশা করি, গতি স্লো হবে না।’ এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যেহেতু একটা অথরিটি নিয়ে বলছি, সুতরাং তা বলা আছে কি না, এটা মুখ্য বিষয় হতে পারে না।’


ইসি সচিব আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে ভোটের আগের দিন ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করবেন ইসি। ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগের দিন বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে। আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১ হাজার ৮৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে । 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |