শেখ হাসিনা না পালালে তার হাড্ডিও পাওয়া যেত না: মান্না
স্বৈরাচার শেখ হাসিনা না পালালে তার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, অনেককেই বলতে শুনি শেখ হাসিনা ফিরে আসবেন। তিনি নাকি চট করে ঢুকে পড়বেন। তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। কাউকে বলেছেন গলা টিপে মেরে ফেলবেন। অথচ শেখ হাসিনা এখন বিদেশেও জায়গা পাচ্ছেন না।
তিনি বলেন, সবাই জানে স্বৈরাচার হাসিনা একটা খুনি, লুটেরা, ফ্যাসিস্ট। তিনি পালিয়ে গেছেন। তার পালানো ছাড়া পথ ছিল না। উনি না পালালে তার হাড্ডি মাংসও পাওয়া যেত না।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ছাত্র-জনতা নতুন বাংলাদেশ চায়। তারা আগের বাংলাদেশ চায় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনা সরকার যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার ও নির্যাতন জনগণের ওপর করেছে তা থেকে মুক্তি পাবে নতুন বাংলাদেশ।
সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক ড. জাকির হোসেন, খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ
মন্তব্য করুন