ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ১১:১৪ পিএম


ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক পদসহ ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ২৪ জনকে সহসভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগভিত্তিক) ও ৩২ জনকে সম্পাদক পদে, ১৭ জনকে সহসম্পাদক পদে ও ৮ জনকে সদস্য পদে রাখা হয়েছে।  

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission