অক্টোবরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০৩:৫০ পিএম


অক্টোবরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট
ছবি: সংগৃহীত

শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রস্তাব বাদে বাকি সব সংস্কার নির্বাচিত সংসদে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে নিজেদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপির মিত্র ও যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট। একইসঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে জোটটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের সহসভাপতি বদিউল আলম মজুমদারের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দেন।

এ ব্যাপারে শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আমাদের ৫টি কমিশনের রিপোর্ট দিয়েছিল। সেখানে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, তা নির্বাচিত সংসদে বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। বাকি প্রস্তাবগুলোর ওপর পরবর্তীতে আলাপ-আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ছাড়া সংস্কার কমিশনের ৮টি প্রস্তাবের ওপর আরও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য ১২ দলীয় জোটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে গণভোট ও রাষ্ট্রের নাম পরিবর্তন বিষয়ে ১২ দলীয় জোটের কোনো প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেন সেলিম। তিনি আরও বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজনীয় মনে করি না।

এ ছাড়া ১২ দলীয় জোটের পক্ষ থেকে আগামী অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানানো হয়েছে। জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবে দুদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। আমরা মনে করি বিষয়টি স্পর্শকাতর, তাই এটি নিয়ে আরও পর্যালোচনা করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জমাকৃত ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২ দলীয় জোট ১১০টি সঙ্গে একমত পোষণ করেছে, ৪৮টিতে দ্বিমত পোষণ করেছে এবং ৮টি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission