প্রতীক বরাদ্দের পর ইশতেহার ঘোষণা দেবে আওয়ামী লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ , ০৫:২৪ পিএম


প্রতীক বরাদ্দের পর ইশতেহার ঘোষণা দেবে আওয়ামী লীগ

একাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এখন ক্যাম্পেইনের উপরে নিষেধাজ্ঞা আছে। কিন্তু ইশতেহার একটা ক্যাম্পেইনের বিষয়। তাই কমিশন যখন প্রতীক বরাদ্দ করবে তারপর কিংবা এক দুইদিন পর আমাদের নেত্রী জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন।

বিজ্ঞাপন

ইশতেহারের স্লোগান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইশতেহারের জন্য আমরা কয়েকটি স্লোগান ঠিক করেছি। ওইসব স্লোগানের ভেতর থেকে যেকোনো একটি স্লোগান আমাদের নেত্রী সিলেক্ট করবেন।

তিনি বলেন, আমরা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাব, নৌকা নিয়ে যাব। আশাকরি ইশতেহার জনগণের কাছে প্রশংসিত হবে। জনগণ আওয়ামী লীগের নির্বাচনী কৌশলকে সাদরে গ্রহণ করবে।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission