সংঘর্ষ এড়াতে আশুলিয়ায় বিজিবি মোতায়েন

সাভার প্রতিনিধি

বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬ , ০১:৩৩ পিএম


সংঘর্ষ এড়াতে আশুলিয়ায় বিজিবি মোতায়েন
ফাইল ছবি

আশুলিয়া শিল্পাঞ্চলে যে কোনো ধরনের সংঘর্ষ ও বিশৃঙ্খলা এড়াতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির গণসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শ্রমিক আন্দোলনের মুখে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখা হয়েছে সাভারের আশুলিয়া এলাকার ৫৫টি পোশাক কারখানা। পরে বুধবার সকালে কারখানার ফটকে নোটিশ ঝুলানো দেখে ফেরত যায় শ্রমিকরা।

এদিকে, কারখানা বন্ধ দেখে বুধবার সকালে কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। নিরাপত্তা আরো জোরদার করতেই ১৫ পাল্টুন বিজিবি নামানো হলো।

বিজ্ঞাপন

অন্যাদিকে সকাল থেকেই পুলিশ মাইকিং করে বন্ধ কারখানার শ্রমিকদের কোথাও জটলা পাকানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঘরে ফিরে যেতে বলে। ভোর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আশুলিয়ায়। জলকামান, রায়ট ভ্যানসহ দাঙ্গা দমনে সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

বেতন বৃদ্ধি, ঘরভাড়া না বাড়ানো, কথায় কথায় ছাঁটাই না করাসহ বিভিন্ন দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া, বেরন, বাইপাইল, নরসিংহপুরসহ আশপাশে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা গেলো ৮ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এর ফলে গতকাল ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission