৭ জানুয়ারি সমাবেশ করবে বিএনপি

বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬ , ১১:৫৬ এএম


৭ জানুয়ারি সমাবেশ করবে বিএনপি

আসছে ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১১টায় দলের কেন্দ্রীয় কার্যলয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি একদলীয় নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাশীনরা। বিএনপি সবসময় এ দিনটি  গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। এবারও তার ব্যতিক্রম হবেনা। এরইমধ্যে সমাবেশের অনুমতির জন্য যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। সমাবেশ সফল করতে সব ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালনে আসছে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করবো। এছাড়াও দিবসটি উপলক্ষে সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচিও পালন করা হবে।

এইচটি/ জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission