বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে আটক না করে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণে দলটির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা-এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন শুরু হওয়ার পর থেকেই ইশরাকের মিছিলে আক্রমণ হয়েছে, তাবিথের মিছিলে আক্রমণ হয়েছে। গতকাল উত্তরের প্রার্থী তাবিথের উপর শারীরিকভাবে আক্রমণ হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি। কিন্তু এখন পর্যন্ত অযোগ্য নির্বাচন কমিশনার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এসজে