রোমানিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়ার সভাপতি মিজানুর রহমান। এ ছাড়া সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, সিনিয়র সহসভাপতি খান ফিরোজ, সহসভাপতি মোহাম্মদ আরেফ, সহসাংগঠনিক সম্পাদক এফ এস ফয়সাল, সহ-প্রচার সম্পাদক সুলায়মানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানাতে গিয়ে কমিউনিটির উপদেষ্টা মো. সাইফুল ইসলাম বলেন, এই ইফতার মাহফিল শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং এটি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐক্য ও সৌহার্দ্যের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের সমৃদ্ধির পথ সুগম করবে।
অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য ও প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করা হয়।
বাংলাদেশি কমিউনিটির এই আয়োজন প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
আরটিভি/এএইচ