ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়ার শুভেচ্ছা

আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ১১:১০ পিএম


loading/img

সিয়াম সাধনার এক মাস শেষ করে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়া সারা বিশ্বের মুসলিম উম্মাহ এবং রোমানিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি মিজানুর রহমান ঈদের পবিত্রতা ও তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন, ঈদ আমাদের শুধু উৎসবের আনন্দই দেয় না, বরং পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও ঐক্যের শিক্ষা দেয়। আমরা চাই, এ দিনটি সকলের জন্য শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক।

প্রতি বছরের মতো এবারও বুখারেস্টের ডাইনামো স্টেডিয়ামে রোমানিয়ার বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম কমিউনিটির সদস্যরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগ করে নেন। পরে বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়ার কার্যকরী কমিটির নেতারা সহসাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল সরদারের বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ঈদের দিন বিশেষ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম বলেন, ঈদ আমাদের সহানুভূতি ও সমর্থনের মাধ্যমে সমাজে সাম্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এই দিনে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করি। পাশাপাশি, সারা বিশ্বে শান্তি, সম্প্রীতি এবং মানবতার জয় কামনা করি।

উৎসবমুখর পরিবেশে কেটেছে দিনব্যাপী নানা আয়োজন। বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়ার পক্ষ থেকে ঈদের এই আনন্দঘন মুহূর্ত সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |