বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সিডনিতে নিউসাউথওয়েলস বিএনপির উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
নিউসাউথওয়েলস স্টেটের আহ্বায়ক এবং বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি আজাদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দলটির অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য রুহুল আহম্মেদ সওদাগর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মো. আবুল হাসান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. আব্দুল ওহাব বকুল, সহসভাপতি তারেক উল ইসলাম তারেক, ইঞ্জিনিয়ার শাহীন আরিফ তাহের, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল কবির পিন্টু, মো. কুদ্দুসুর রহমান, আরমান হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইরফান খান, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, ছাত্রবিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, গোলাম রাব্বী শুভ্র, মৌহাইমেন খান মিশু, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, সর্দার মামুন, রুহুল আমিন, নূর মোহাম্মদ মাসুম, নিউ সাউথওয়েলস বিএনপির যুগ্ম আহ্ববায়ক মোহাম্মদ বাবুল খন্দকার, আমিনুল ইসলাম রিপন মৃধা, রেজাউল করিম প্রমুখ।
রুহুল আহম্মেদ সওদগর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা কর্মসূচির পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ।
মো. আবুল হাছান বলেন, আধুনিক বাংলাদেশ গঠনে বিএনপি প্রতিষ্ঠা থেকে কাজ করে যাচ্ছে, কোনো ষড়যন্ত্র আমাদের এই কর্মসূচি ব্যাহত করতে পারবে না।
মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তাদের দোসররা বিদেশে বসে বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মিডিয়াতে অপ্রচারে লিপ্ত আছে। ঐক্যেবদ্ধভাবে সবাইকে সজাগ থেকে তা মোকাবিলা করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
আরটিভি/এফএ