মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন

আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০১:২৮ এএম


মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন
ছবি: আরটিভি

বাংলাদেশি সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা ইমরুল কাওসার ইমন ২০২৪ সালের সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছেন। ব্যতিক্রমী ভিডিও কনটেন্ট তৈরির স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা অর্জন করলেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) মালদ্বীপের রাজধানী মালের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা ও ফিটনেস বিষয়ক প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী ও কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

বিজ্ঞাপন

নিজের এই অর্জন প্রসঙ্গে ইমন বলেন, কনটেন্ট তৈরি একটি চ্যালেঞ্জিং পেশা; প্রায় নেশার মতো। এটি একজন ব্যক্তির সৃজনশীলতাকে তুলে ধরে। কনটেন্ট ক্রিয়েটরদের দর্শকের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তৈরি করতে হয়। পরিশ্রম করলে অবশ্যই ফল আসে।

২০২৩ সালেও নেপালে ‘সেরা কনটেন্ট ক্রিয়েটর’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইমন। তার প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে- বিশ্বের সবচেয়ে ভয়ংকর বিমানবন্দর লুকলা (নেপাল), আফ্রিকার দক্ষিণ প্রান্ত কেপ পয়েন্ট, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মস্থান ইত্যাদি।

তার এসব ভিডিও ইতোমধ্যেই বিশ্বব্যাপী কোটিরও বেশি দর্শকের মন জয় করেছে। এ ছাড়া Pixel.com প্ল্যাটফর্মে শীর্ষস্থানে যাওয়া প্রথম বাংলাদেশি কনটেন্ট নির্মাতা তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকতার পাশাপাশি ইমন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক। একইসঙ্গে তিনি মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সাংবাদিক অ্যাসোসিয়েশন-এরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission