• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভালোবাসার দিনে ‘টাইম জোন লিভিং রুম সেশন’র যাত্রা শুরু

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০
সংগীত
ছবি আরটিভি

উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোন সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলোটাইম জোন লিভিং রুম সেশন টাইম জোন এর পৃষ্ঠপোষকতায় রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হল সংগীত উদ্যোগের

পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গানভালোবেসে সখীগানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায়টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি

এর আগে গত ০২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম আকর্ষণীয় গুরুত্বপূর্ণ স্থান টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়

টাইমস স্কয়ারের বিলবোর্ডে এই প্রকল্পটির টিজার প্রকাশ করা হয় যেখানে দেখা যায় বাংলাদেশি শিল্পীকে যারা হলেন; ইমরান মাহমুদুল, ঐশী, কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশি, ইনিমা রশ্নি, কাজল দেওয়ান সংগীত পরিচালক পাভেল আরিন এই আইকনিক প্ল্যাটফর্মে বাংলাদেশের শিল্পীদের মুখ দেখে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রি এবং সংগীত প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে

সংশ্লিষ্টরা জানান, এই আয়োজনের সহযোগি পৃষ্ঠপোষক হিসেবে আছে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের আওতাধীন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ঘড়ির অথরাইজড রিটেইল চেইনশপ ব্র্যান্ডটাইম জোন

পরিকল্পনা সার্বিক তত্ত্বাবধানে আছেন কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ তিনি জানান, ‘লিভিং রুম সেশনমূলত ট্যালেন্টেড সংগীত পরিচালক পাভেল আরিনের ব্রেইন চাইল্ড বাংলা গান সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে বাংলদেশের মিউজিককে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরাটাইম জোনএই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছি এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা উচ্ছ্বসিত

টাইম জোন লিভিং রুম সেশনএর পরবর্তি পরিকল্পনা সম্পর্কে রিফাত আহমেদ বলেন, এই সিজনের গানগুলোর প্রোডাকশন সম্পন্ন হওয়ার পরে এসে আমরা সম্পৃক্ত হয়েছি, এটি আমাদের মাত্র শুরু, আশা করছি পরবর্তি সিজনগুলোতে একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা একসাথে কাজ করবো এবং আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানসম্পন্নতা গুরুত্ব দিয়েটাইম জোন লিভিং রুম সেশনকে নিয়ে আসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন

বাংলা গানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নিজের মিউজিক ক্যারিয়ারের জন্য এই সঙ্গীত আয়োজনকে একটি উল্লেখযোগ্য মাইলফলক মনে করছেন পাভেল নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ছয় বছর বয়স থেকে মিউজিকের সাথে আছি প্রায় দুই দশক ধরে জড়িয়ে আছি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সাথে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন চলচ্চিত্রে আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্লাটফর্ম কনসার্টের ভেতরকার মানুষ হিসেবে দেশি বিদেশি গুণী শিল্পীদের সাথে নিবিড় ভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে সবসময় দেশের সংগীতকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে, নতুন কিছু শিখতে চেষ্টা করেছি এখন সময় এসেছে নিজের ভাবনা গুলো মানুষের সামনে নিয়ে আসার আশা করি সবাই উপভোগ করবেন এই মিউজিক্যাল প্রজেক্টটি

প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স একটি মৌলিক গান রয়েছে বলে জানান পাভেল

টাইম জোন লিভিং রুম সেশন’-অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে ‘‘টাইম জোন লিভিং রুম সেশন’’ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই সহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম -এর মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা এই গানগুলো উপভোগ করতে পারবেন

বাংলা গানের প্রতি পাভেল আরিন আর টাইম জোনের এই ভালোবাসা ছুঁয়ে যাক কোটি শ্রোতার হৃদয় কনা কণ্ঠেটাইম জোন লিভিং রুম সেশন’-এর প্রথম গান রবীন্দ্রনাথেরভালোবেসে সখী ঘুরে আসতে পারেন নিচের লিংকে https://www.youtube.com/watch?v=lYP041BsOkk

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সঙ্গীত এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের যাত্রা শুরু
ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু
জমকালো আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর যাত্রা শুরু
শপথ নিয়ে নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু