ঢাকা

রমজান শুরুর তারিখ জানাল ব্রুনাই-সিঙ্গাপুর

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রমজান শুরুর তারিখ জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুর। দেশটি জানিয়েছে, আজ পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে রমজানের প্রথম দিন হবে ২ মার্চ। শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ব্রুনাই ও সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে রমজানের তারিখ জানিয়েছে। সিঙ্গাপুরের মুফতি নাজিরুদ্দিন মোহম্মদ নাসির এক বিবৃতিতে বলেন, আজ সূর্যাস্তের পর চাঁদ দেখা সম্ভব হবে না। পারিপার্শ্বিক অবস্থা থেকে এ বিষয়ে ইংগিত পাওয়া গেচে। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। আর রমজান মাস শুরু হবে ২ মার্চ থেকে।

তিনি জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুসাবে আজ সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা থাকবে ৪ দশমিক ৩ ডিগ্রি। এছাড়া কৌণিক দূরত্ব থাকবে ৫ দশমিক ১ ডিগ্রি। এটির সঙ্গে তাদের হিসাবের মিল নেই। ফলে এ আজ চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

নাজিরুদ্দিন জানান, ব্রুনাই, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া একই হিসাব মেনে চলে। এ দেশগুলো একসঙ্গে সমন্বয় করে চলে।

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |