ঢাকা

ইসলামী অনুষ্ঠান নির্মাণে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১২:৫০ পিএম


loading/img
হাফেজ মাওলানা লুৎফর রহমান

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোর জন্য কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া নির্মাণ করে আসছে ইসলামিক ট্রাভেলিং শো, ইসলামিক রিয়েলিটি শো - টকশোসহ আরো নানা অনুষ্ঠান।

বিজ্ঞাপন

যার মধ্যে রয়েছে এবছর আরটিভির দেশের সর্ববৃহৎ রিয়েলিটি শো ‘আলোকিত কোরআন ২০২ ‘,  মিশর থেকে নির্মিত ইসলামিক ডকুমেন্টরি ‘আরাবি কাফেলা’ এবং প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিট থেকে প্রচারিত সরাসরি লাইভ অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।

চ্যানেল টুয়েন্টিফোরে রয়েছেন, ইসলামিক রিয়েলিটি শো ‘সময়ের সেরা হাফেজ’, ইফতারের পূর্বে বিশেষ আলোচনা টকশো ‘শাহারু রামাদান’ এবং  সেহরি অনুষ্ঠান ‘আলোকিত রামাদান’। ইটিভিতে প্রচারিত হচ্ছে আরো বেশ কিছু ইসলামিক প্রোগ্রাম, যেমন: তারাবির ব্যাখা নিয়ে বিশেষ আয়োজন ‘তারাবিকে জানুন’ ও ইসলামী জীবন ঘনিষ্ঠ  প্রশ্ন-উত্তরমূলক অনুষ্ঠান ‘আস-সিয়াম’ ও ‘মোনাজাত’ অনুষ্ঠান। 

বিজ্ঞাপন

আরো রয়েছে দেশ টিভিতে ‘আল কোরআনের ছায়াতলে”, ইফতারের আগে ‘মোনাজাত’ দোয়া অনুষ্ঠান এবং সাহরির সময় রয়েছে ‘রহমতের রজনী’।  দীপ্ত টেলিভিশনে রয়েছে সরাসরি প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান ‘আপনার প্রশ্ন’, ইফতারের আগে জর্ডান ও উজবেকিস্তানে নির্মিত ডকুমেন্টারি অনুষ্ঠান ‘ইসলামী কাফেলা’ এবং সাহরির সময় ‘সুবহে সাদিক’  এবং জিটিভিতে রয়েছে বিশেষ রিয়েলিটি শো এতিমদের নিয়ে বিশেষ আয়োজন ‘কোরআনের ছোঁয়া’, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতারের আগে ‘হৃদয়ের রমাদান’ ও ‘মোনাজাত’। এসএ টিভিতে আয়োজিত হয়ে আসছে ‘আল কুরআনের আহবান’, প্রশ্ন-উত্তর মূলক অনুষ্ঠান ও ইফতারের পূর্বে ‘মোনাজাত’ অনুষ্ঠান।

কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার কর্ণধর ও বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান জানান, দেশ ও জাতির কল্যাণে ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে তিনি সবসময় ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে চান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানগুলো তিনি সর্বোচ্চ চেষ্টা করে এবং বিভিন্ন বাধা উপেক্ষা করে নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এসব অনুষ্ঠান কোরআনের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার কাজে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আমি আমার এই কাজগুলো একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য করে আসতেছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিন কোরআনের খেদমত করে যাবো এবং আমার পরবর্তী প্রজন্ম যেন আমার রেখে যাওয়া ইসলাম ও কোরআন সুন্নাহর পথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই কামনা করি।

বিজ্ঞাপন

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |