রিমান্ডে থাকা আসিফ মাহতাবকে নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ , ০৮:৪৭ এএম


রিমান্ডে থাকা আসিফ মাহতাবকে নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীর বনানী থানার একটি মামলায় রিমান্ডে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাবের মুক্তি চেয়েছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেওয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব, ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না। তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে।’

বিজ্ঞাপন

নন্দিত এই ইসলামিক স্কলার আরও লেখেন, ‘এ রকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই।’ 

পরিশেষে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাবসহ গ্রেপ্তারকৃত সব শিক্ষক-শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে মুক্তি চেয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission