• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

তিন দেশের বুলগেরিয়ান দূতাবাসে ভিসার আবেদন করতে পার‌বেন বাংলা‌দে‌শি শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৯:২২
ফাইল ছবি

ভ‌ারতীয় ভিসা বন্ধ থাকায় বুল‌গে‌রিয়ায় বি‌ভিন্ন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে পড়‌তে যাওয়া বাংলা‌দে‌শি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পার‌বেন।

শুক্রবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবু‌কে এক পো‌স্টে এই তথ‌্য জানানো হ‌য়ে‌ছে।

পো‌স্টে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশি শিক্ষার্থীদের ম‌ধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সু‌যোগ পেয়েছেন কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেনি তাদের হ্যানয় (ভিয়েতনাম), ইসলামাবাদ (পাকিস্তান) বা আস্তানা (কাজাখস্তানে) বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মে‌ডি‌কেল ভিসা ছাড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের অন‌্যান‌্য ক‌্যাটাগ‌রি‌তে ভিসা বন্ধ রে‌খে‌ছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে।

আরটিভি /এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়