বাজার ঘুরে যা বললেন সারজিস আলম

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ , ০২:৩৪ পিএম


বাজার ঘুরে যা বললেন সারজিস আলম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম আজ পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজারঘুরে দেখেছেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের দরদাম করেন। পরে সেখানকার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) তিনি লিখেছেন, আমার এসএসসি শেষ করার পূর্ব পর্যন্ত স্কুলে যতদিন ছিলাম ততদিন পুরো বাড়ির বাজার করার দায়িত্ব ছিল আমার। অনেক দিন পর মন খুলে পুরো বাজার ঘুরলাম। দামদর করলাম। 

আলুর দাম বেশি উল্লেখ করে স্ট্যাটাসে সারজিস আলম আরও লিখেছেন, বাকি সব ঠিকঠাক মনে হয়েছে আপাতত। ডিম, মাছ, মুরগির দাম আগের চেয়ে কমেছে। শীতকালীন নতুন অনেক শাক-সবজি বাজারে এসেছে।

বিজ্ঞাপন

সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক লিখেছেন, গ্রামই আমার কমফোর্ট জোন, বুক ভরে নিশ্বাস নেওয়ার জায়গা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৪৭ হাজারেরও বেশি লাইক ও মন্তব্য করেছেন প্রায় দুই হাজার পাঠক।

বিজ্ঞাপন

মাজহারুল ইসলাম নামে একজন লিখেছেন, ভাইজান সারাদেশে দাম কমাতে হবে।

মোহাম্মদ রবিউল ইসলাম লিখেছেন, এগিয়ে যান ভাই এ রকম সুন্দর সুন্দর কাজের মাধ্যমে। আমরা সবসময় আপনার পাশে আছি। আমরা বাঙালিরা হার মানতে রাজি না।

আবু সাঈদ মিয়া লিখেছেন, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই।

সাজ্জাদ নামে আরেকজন লিখেছেন, সবসময় এভাবেই মনিটরিং করা হোক। তাহলেই বাজার স্থিতিশীল থাকবে, ইনশাআল্লাহ।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission