• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যত অপতথ্যের শিকার ড. ইউনূস, আসিফ নজরুল ও নাহিদ ইসলাম

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার গত ১৫ নভেম্বর দায়িত্ব নেওয়ার ১০০ দিন অতিবাহিত করেছে। এই সময়ে সামাজিক মাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ৮৯৬টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। এই ১০০ দিনে বর্তমান সরকারকে জড়িয়ে ৯৯টি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯০টি, উপদেষ্টা নাহিদ ইসলাম ৮টি ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে ১৫টি অপতথ্য প্রচার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারকে নিয়ে গত ৮ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৮৯৬টি ভুল প্রকাশিত হয়েছে। এর মধ্যে মাসভিত্তিক তথ্য পর্যালোচনায় সেপ্টেম্বরে সবচেয়ে বেশি (২৭৬) অপতথ্যের প্রচার করা হয়েছে। দুই শতাধিক অপতথ্য শনাক্ত হয়েছে আগস্ট (৮ তারিখ থেকে বাকি মাস) এবং অক্টোবরে। নভেম্বরের প্রথম ১৫ দিনে দেড় শতাধিক অপতথ্য শনাক্ত হয়েছে।

এসব অপতথ্যের মধ্যে সবচেয়ে বেশি ছিল রাজনীতি কেন্দ্রিক ঘটনার অপতথ্য। এর বাইরে আশঙ্কাজনকভাবে অপতথ্য ছড়িয়েছে জাতীয়, ধর্মীয় এবং পরিবেশ ও জলবায়ুবিষয়ক ইস্যুতে। আর্থিকসহ একাধিক প্রতারণায়ও ভুয়া তথ্যের ব্যবহার লক্ষণীয় ছিল এই ১০০ দিনে।

রিউমর স্ক্যানার জানায়, অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে বর্তমান সরকারকে জড়িয়ে ৯৯টি গুজব প্রচার করা হয়েছে। ব্যক্তি হিসেবে এই সময়ে অপতথ্যের সবচেয়ে বড় শিকার ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে জড়িয়ে ৯০টি অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ৭২টি গুজব প্রচার করা হয়েছে। এছাড়া, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃস্থানীয় পর্যায়ে থাকা দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে যথাক্রমে ২৪টি ও ১৮টি অপতথ্য প্রচার করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে সমানসংখ্যক (১৫) অপতথ্য প্রচার করা হয়েছে। অপতথ্যের এই প্রবাহে জড়িয়েছে সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের নামও, তাকে জড়িয়ে ৮টি অপতথ্যের প্রচার করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানও ১১ বার অপতথ্যের শিকার হয়েছেন।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ
বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ নির্দেশনা
অনিয়ম পার্বত্য এলাকায় একটু বেশি: প্রধান উপদেষ্টা
জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’: প্রধান উপদেষ্টা